Sharing is caring!

নুরুল আলম:
বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) সিলেট জেলা শাখার নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সেক্রেটারি ডাঃ লোকমান হেকিমের সঞ্চালনায় ও সভাপতি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ সভায় কমিশনের মাসিক কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। এছাড়া পারিবারিক সমস্যা নিষ্পত্তির লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট সালিশ সমন্বয় বোর্ড গঠন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শহীদুল ইসলাম লিটন, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি, যুগ্ম সম্পাদক আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম আলমাস, সোহেল মিয়া, আউয়াল আহমদ, অর্থ সম্পাদক মোশাহিদ আলী, সাংস্কৃতিক সম্পাদক কোবাদ বখত চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক তারেশ কান্তি তালুকদার, উত্তম কুমার চৌধুরী, দপ্তর সম্পাদক শামীম আহমদ, আহসান হাবিব, যুগ্ম অর্থ সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল লতিফ, মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা বেগম, নির্বাহী সদস্য কামাল আহমদ, আহমেদ ফুয়াদ বিন রশীদ, সাদ্দাম হোসেন, রাজিয়া আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি।