Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ায় কর্তব্যরত সেনাবাহিনী কর্তৃক চুনতি ইউনিয়নে চেকপোস্ট স্থাপন করে ৪৮ বোতল ফেনসিডিলসহ ৩জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে লোহাগাড়া সেনা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার চুনতিতে চেকপোস্ট স্থাপন করে লোহাগাড়া হতে কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়া একটি মেরুন কালার প্রমিয়াম গাড়ি থামানো হয় এবং তল্লাশী পূর্বক ৪৮ বোতল ফেনসিডিল সহ ০৩ জন আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামীরা হলেন মোঃ নাজিম উদ্দিন (৪৫), সে লোহাগাড়া সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ড।
হোসেন আলী মাতব্বর বাড়ির বাসিন্দা হাজী আবুল হোসেন এর পুত্র। মোঃ রিয়াজ উদ্দিন (৩৫), লোহাগাড়া সদর ইউনিয়ন, ৭নং ওয়ার্ড, সুখছড়ির বাসিন্দা হাছি মিয়ার পুত্র। তাজুল ইসলাম (৩৯), ৩ নং ওয়ার্ড, ভবেরচর, থানা- গজারিয়া, জেলা – মুন্সিগঞ্জ এর বাসিন্দা শহিদ উল্লাহর পুত্র।
লোহাগাড়া সেনাক্যাম্পে কর্তব্যরত মেজর আহসানুল করিম রাঈম জানান, গোয়েন্দাসূত্রে খবর পেয়ে লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপন করে লোহাগাড়া হতে কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়া একটি মেরুন কালার প্রমিয়াম গাড়ি থামানো হয় এবং তল্লাশী পূর্বক ৪৮ বোতল ফেনসিডিল সহ ০৩ জন আটক করতে সক্ষম হয়।