আজ শনিবার, ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

editor
প্রকাশিত আগস্ট ২২, ২০২৫, ০৪:০৬ অপরাহ্ণ
মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদকাসক্ত ছেলের ভয়ে অতিষ্ঠ হয়ে ৪লিটার দেশীয় চোলাই মদসহ পুলিশের হাতে তুলে দিলেন ভুক্তভোগী বাবা।

মাদকাসক্ত ছেলের বাবা হাজ্বী শফিক আহম্মদ জানান, দীর্ঘদিন ধরে ছেলে মদ পান করে আসছিলো৷ এ বিষয়ে তাকে বারবার সামাজিক ভাবে  একটা বিচার হলেও কিছুদিন যেতে না যেতে মদপান আবারো শুরু করে।  মদ খেয়ে পরিবারের সদস্যদের উপর শারীরিকভাবে নির্যাতন করতো  মাদকাসক্ত রুবেল।

শুক্রবার(২২আগস্ট) বিকেলে উপজেলার  বড়হাতিয়া ইউনিয়নের ০১ওয়ার্ডের মোছনারহাট নিজ বাড়ি থেকে মোঃ রুবেল (৩৮) কে ৪লিটার দেশীয়মদসহ প্রশাসন নিজ বাবার সহযোগিতায় আটক করে ।

আজ (শুক্রবার) দুপুর সময়েও  মদপান করে  পরিবারের সাথে ঝগড়া শুরু করে৷ পাশাপাশি সমাজের লোকদের নামেও অভদ্র ভাষায় গালিগালাজ করেন । পরে স্থানীয়রা তাকে বেঁধে রেখে ইউপি সদস্য আবু বক্করকে খবর দেন। তার পরামর্শেই ঘটনাটি পুলিশকে জানানো হয়।

মাদকাসক্ত আসামী রুবেলের মা জয়নাব বেগম বলেন, ‘আমরা অতিষ্ঠ হয়ে গেছি। ছেলে-মেয়েরা খুন করলেও মা-বাবা তাদের পক্ষ নেন কিন্তু এ ছেলে আমাদের পুরো পরিবার ধ্বংস করে দিয়েছে।

ইউপি সদস্য আবু বক্কর  বলেন, এই ছেলেকে একাধিকবার সামাজিকভাবে বিচার করা  হয়েছে। বাহির থেকে এলাকায় লোক নিয়ে আসে অবৈধ ব্যবসা করার জন্য৷ মাদকের কারণে সমাজ ধ্বংস হচ্ছে। সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার জাহেদ হোসেন জানান, অভিযুক্ত হাসানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।