আজ শুক্রবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে ডাম্প ট্রাক- ট্রেনের ধাক্কায় নিহত ২

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ
গাজীপুরে ডাম্প ট্রাক- ট্রেনের ধাক্কায় নিহত ২

Oplus_16908288

Sharing is caring!

সদরুল আইনঃ
‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কায় গাজীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ডাম্প ট্রাক দুমড়ে-মুচড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতে মহানগরীর দাক্ষিণখানে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. নাদিরুজ্জামান জানান, রাত দেড়টার দিকে একটি ডাম্প ট্রাক অরক্ষিত রেলক্রসিংয়ে পার হওয়ার সময় ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে।
 এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
বর্তমানে মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছেন বলে জানান তিনি।

Please continue to proceed