আজ শুক্রবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফেরদৌসের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন শ্রীলেখা

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫, ০১:২৯ অপরাহ্ণ
ফেরদৌসের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন শ্রীলেখা

Oplus_16908288

Sharing is caring!

বিনোদন ডেস্ক:
টলিগঞ্জ ও টলিউডের নায়ক-নায়িকাদের বন্ধুত্ব বা প্রেম নতুন নয়। এ রকম গুঞ্জন বিনোদন দুনিয়ার অন্দরে কান পাতলে প্রায়ই শোনা যায়।
সম্প্রতি এমনই এক গুঞ্জন নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হচ্ছে।
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদের সঙ্গে নাকি শ্রীলেখা মিত্রের প্রেম ছিল! ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেমের গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন শ্রীলেখা মিত্র।
তার কথায়, ‘পরিচালক স্বপন সাহা বাংলাদেশের একটি ছবির জন্য আমার নাম বলেছিলেন। ছবির নাম ‘সিংহ পুরুষ’।
ওই ছবিতে দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করেছিল ফেরদৌস। ছবির সূত্রে বাংলাদেশে যাওয়া। ওর সঙ্গে পরিচয়।’
জনপ্রিয় পরিচালকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
প্রতিবেদনে আরও বলা হয়, শান্ত, নম্র স্বভাবের ফেরদৌসকে দেখে ভালো লেগেছিল শ্রীলেখার।
 কলকাতায় ফেরার পর অভিনেত্রীর কাছে একাধিক পরিচালকের ফোন আসে। তাদের অন্যতম বাসু চট্টোপাধ্যায়। তিনি ‘হঠাৎ বৃষ্টি’ বলে একটি ছবি করবেন। নায়িকা শ্রীলেখা। নায়ক খুঁজছেন।
অভিনেত্রীর দাবি, ‘ফেরদৌসের কথা বাসুদাকে বলি। আমার সূত্রেই ও টলিউডে পা রাখে।তার মানেই কি প্রেম!
কারও নাম পরিচালককে বলার মধ্যে আর যাই থাক, প্রেম থাকে না। শুধুই অভিনেতা নয়, আমি কিন্তু অনেক অভিনেত্রীর নামও পরিচালকদের বলি।’

Please continue to proceed