আজ বৃহস্পতিবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র নির্বাচনে সভাপতি জমির, সম্পাদক সুমন

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৮:৪১ অপরাহ্ণ
জুড়ীতে রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র নির্বাচনে সভাপতি জমির, সম্পাদক সুমন

Sharing is caring!

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার “কন্টিনালা রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড” এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জুড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে সাইফুর রহমান জমির ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হান্নান পেয়েছেন ৮৫ ভোট। অপরদিকে সাংবাদিক সাইফুল ইসলাম সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আব্দুর রব, কোষাধ্যক্ষ ডাঃ ফারুক আহমদ, সদস্য ইলিয়াছুর রহমান ময়না, এমএ রউফ, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, ইমরুন নাহার সুমি, আছিয়া বেগম, খোরশিদা বেগম, শিউলি আক্তার।

দীর্ঘদিন পর কন্টিনালা রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড” এর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। নতুন এই কমিটির মাধ্যমে কৃষকদের সার্বিক উন্নয়নসহ রাবারড্যামের সার্বিক উন্নয়ন হবে বলে প্রত্যাশা করছেন সাধারণ ভোটাররা।

ভোট গ্রহণ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, জেলা সমবায় অফিসার মুশাহিদুর রেজা চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিল্পপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা সমবায় অফিসার সুধীন্দ্র চন্দ্র দেব, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা জামায়াতের আমির হেলাল উদ্দিন, সেক্রেটারী আব্দুল আজিম, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, সহ-সভাপতি ইমরানুল ইসলাম প্রমুখ।

নির্বাচনের সার্বিক দায়িত্বে ছিলেন, মৌলভীবাজার জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি মোহাম্মদ মিনার আলী, জুড়ী উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ও নির্বাচন কমিটির সদস্য সুনীল কুমার বর্ধন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নির্বাচন কমিটির সদস্য মনিরুল ইসলাম এবং মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নির্বাচন কর্মকর্তা সেলিম আহমেদ।