আজ বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ–দানবীর ড. সৈয়দ রাগীব আলী

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ণ
পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ–দানবীর ড. সৈয়দ রাগীব আলী

Sharing is caring!

উৎফল বড়ুয়া, সিলেট:
লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের আন্তঃক্লাব ফুটসাল টুর্নামেন্ট’২৫ সিজন ৩ সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী আইন বিভাগের ক্লাব  “মুট কোর্ট সোসাইটি”। তারা ব‍্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস ক্লাবকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ২ টায় বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান উপমহাদেশের প্রখ‍্যাত দানবীর ড. সৈয়দ রাগীব আলী।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, খেলাধুলা শুধু মনকে প্রফুল্ল করেনা নিয়মানুবর্তিতা এবং শৃংখলা জ্ঞান শিখায়। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করা গুরুত্বপূর্ণ।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, খেলায় জয় পরাজয় বড় কথা নয়, এখানে যে নির্মল আনন্দ পাওয়া যায় সেটিই গুরুত্বপূর্ণ।
তিনি দানবীর ড. সৈয়দ রাগীব আলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,দক্ষ মানব সম্পদ তৈরি করার লক্ষ‍্যেই তিনি লিডিং ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছেন। শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে সাফল্য অর্জন করবে এবং লিডিং ইউনিভার্সিটির সুনাম বয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন। তিনি সুন্দরভাবে এ খেলার আয়োজন করার জন্য লিডিং  ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই।
“এডুকেশন হাব”এর সার্বিক সহযোগীতায় এবারের টুর্নামেন্টে মোট ১২টি দল ৪ টি গ্রুপে অংশ নেয়। খেলায় ম‍্যান অব দ‍্য ম‍্যাচ নির্বাচিত হয় মাসাদ এবং ম‍্যান অব দ‍্য টুর্নামেন্ট সজীব।
স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট মো. আসিফুর রহমান দিপু এবং  সিএসই বিভাগের শিক্ষার্থী শেখ তাবাসসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন স্পোর্টস ক্লাবের সহ-উপদেষ্টা মো. সাজেদুল ইসলাম সরকার। এতে আরো বক্তব্য প্রদান করেন এডুকেশন হাবের পক্ষে পরিচালক ও ব্রাঞ্চ ম‍্যানেজার মুন্না আহমেদ।
অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালকরা অর্থ ও হিসাবে মোহাম্মদ কবির আহমেদ, লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, বিভিন্ন ক্লাবের উপদেষ্টা, বিভাগীয় প্রধান,  স্পোর্টস ক্লাবের সেক্রেটারি আলী আহমেদ মাসুমসহ ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।