আজ সোমবার, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০২:১৫ অপরাহ্ণ
জুড়ীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Sharing is caring!

Manual6 Ad Code

সাইফুল ইসলাম সুমন, জুড়ীঃ

Manual5 Ad Code

মৌলভীবাজার জেলার জুড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে এক বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে জুড়ী থানার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

Manual7 Ad Code

তিনি পূজাকে ঘিরে কোন প্রকার গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আলো ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

Manual1 Ad Code

অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেনের সঞ্চালনায় এবং জুড়ী থানার ওসি মোঃ মোরশেদুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের উপাধ্যক্ষ ফরহাদ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, হযরত শাহখাকী (র:) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সভাপতি হাজী মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা: মোস্তাকিম হোসেন বাবুল, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম সমন্বয়কারী আফজাল হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দিবাকর দাস, সদস্য সচিব শাওন দে প্রমুখ।

সভায় জুড়ী উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকসহ জুড়ীর উপজেলার ০৬ টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ বছর জুড়ী উপজেলায় ৭৫টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে।

Manual1 Ad Code
Manual6 Ad Code