আজ সোমবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

লিও জেলার যৌথ অভিষেক ও প্রথম কেবিনেট মিটিং অনুষ্ঠিত 

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৫:০৮ অপরাহ্ণ
লিও জেলার যৌথ অভিষেক ও প্রথম কেবিনেট মিটিং অনুষ্ঠিত 

Sharing is caring!

উৎফল বড়ুয়া

লিও জেলা পরিষদ, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এর “সংকল্প”- ২৯ তম ক্লাব অফিসার্স যৌথ অভিষেক অনুষ্ঠান ও ২০২৫-২৬ সেবাবর্ষের প্রথম কেবিনেট এবং কাউন্সিল মিটিং গত ১২ই সেপ্টেম্বর, ২০২৫ ইং, শুক্রবার নগরীর আগ্রাবাদস্থ “দ্যা গ্রিন শ্যাডো” রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
দুই পর্বে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সদ্য প্রাক্তন লিও জেলা সভাপতি লিও দীপ্ত দে এবং দ্বিতীয় পর্বের সভাপতিত্ব করেন লিও জেলা সভাপতি লিও মো: শওকত হোসেন। প্রোগ্রাম সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম কমিটির সম্পাদক লিও খুরশিদ নাহার তানিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এর ২০২৫-২৬ সেবাবর্ষের গভর্নর “একতাতে সমৃদ্ধি” কলের প্রবক্তা লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু পিএমজেএফ।
এসময় তিনি সকল লিওদের একতাবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসার জন্য সংকল্পবদ্ধ হ‌ওয়ার আহ্বান করেছেন। তিনি আরো বলেন,  সমাজকে সুন্দর ও বাসযোগ্য এবং সমতায় আনার জন্য কম সৌভাগ্যবান মানুষের পক্ষে কাজ করে যাওয়ার চেষ্টার মিছিলে সামিল হতে।
আগামীর নেতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে লিওদের আত্মোন্নয়নে মনোনিবেশ করার উদাত্ত আহবান জানান।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লেডি জেলা গভর্নর লায়ন শিরিন আক্তার কাশফি, সদ্য প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মো: কামরুজ্জামান লিটন এমজেএফ, প্রথম ভাইস জেলা গভর্নর স্পাউস লায়ন রোকেয়া হাসান চৌধুরী, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক এমজেএফ, লায়ন সিরাজুল হক আনসারি এমজেএফ, লায়ন কামরুন মালেক এমজেএফ,লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন শুভা নাজ জিনিয়া এমজেএফ, লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারপার্সন লায়ন খলিল উল্লাহ চোধুরী সাকিব, লিও লায়ন কোওর্ডিনেটর লায়ন ফারাহ বেনজির আলম,
প্রাক্তন জেলা সভাপতিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন লায়ন হুমায়ুন কবির, লায়ন মোঃ বদিউর রহমান, লায়ন শাহজাদা মোঃ গাজী গজনবী, লায়ন হেলাল উদ্দিন চৌধুরী, লায়ন মুহাম্মদ ওবাইদুর রহমান, লায়ন মোঃ সাইফুল করিম আরিফ, লিও ইরফান মোস্তফা এবং লায়ন আতিক শাহরিয়ার সাদিফ।
আরো উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি লিও মোঃ সিফাতুল ইসলাম সামি, জেলা সচিব লিও রাফিদ মো: আহনাফ, জেলা কোষাধ্যক্ষ এবং প্রোগ্রাম চেয়ারম্যান লিও হোসেন মো: ইমরান নিকসন, জেলা যুগ্মসচিব লিও শেখ মো: মুনতাসির মামুন, জেলা যুগ্ম কোষাধ্যক্ষ লিও নিশু জান্নাত লাকি, গ্লোবাল একশন টিম লিও আরাফাত হোসেন, লিও পল্লব বড়ুয়া, লিও দেলোয়ার হোসেন, লিও ওয়াহিদুল আলম রকি, প্রোগ্রাম এডভাইজর মো: ইমরান হোসেন, প্রোগ্রাম কো-চেয়ারম্যান লিও আবু তাকিব, প্রোগ্রাম ট্রেজারার লিও কামরুজ্জামান মজুমদার প্রমুখ।