আজ মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ২৫ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার 

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১২:০৯ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে ২৫ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার 

Sharing is caring!

Manual6 Ad Code
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের জেটি রোডের দেবনাথ সম্প্রদায়ের শ্মশানেঘাটে দেখা মিলল এক বিশাল আকৃতির অজগর সাপ।
মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শ্মশান প্রাঙ্গণে কিছু লোক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। হঠাৎ তারা ঝোপঝাড়ের ভেতরে নড়াচড়ার শব্দে এগিয়ে গেলে দেখতে পান একটি বিশাল আকৃতির অজগর সাপ। এ সাপটি দেখে আতঙ্কিত হয়ে শ্রমিকরা কাজ ফেলে দ্রুত সরে যান।
পরে স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করলে, ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদ্বীপ দেব ঘটনাস্থলে গিয়ে অজগরটির উপস্থিতি নিশ্চিত করেন।
সজল দেব জানান, অজগরটির ওজন প্রায় ২৪ থেকে ২৫ কেজি এবং লম্বায় ১৪ ফুট।
পরবর্তীতে অজগরটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস আর খাদ্য সংকটের কারণে সাপ সহ অন্যান্য প্রাণীরা এখন প্রায়শই জঙ্গল থেকে বেড়িয়ে লোকালয়ের এলাকায় ঢুকে পড়ে।
Manual1 Ad Code
Manual6 Ad Code