আজ বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বায়ুদূষণে সবার ওপরে ঢাকা

editor
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ণ

Sharing is caring!

Manual5 Ad Code

টাইমস নিউজ 

 

বায়ুদূষণে আবারও বিশ্বে সবার ওপরে উঠে এসেছে রাজধানী ঢাকা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে বায়ুদূষণে বিশ্বের ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ছিল শহরটি।

Manual6 Ad Code

আইকিউএয়ারের বাতাসের মান সূচকে সকাল সাড়ে ৮টায় রাজধানীর স্কোর ছিল ২৬২। বায়ুর এই মান ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়।

এদিন ২১৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ভারতের রাজধানী দিল্লি। তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর এবং শীর্ষ পাঁচে যথাক্রমে চীনের উহান ও ভারতের কলকাতা।

বেশ কিছুদিন ধরেই ঢাকার বাতাসের মান খুবই খারাপ পর্যায়ে রয়েছে। কোনো কোনো দিন তালিকায় শীর্ষে আসছে শহরটি। গত শুক্রবারও (৬ ডিসেম্বর) বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে ছিল ঢাকা।

গত সোম ও বৃহস্পতিবার (২ ও ৫ ডিসেম্বর) ঢাকার বায়ু ছিল দুর্যোগপূর্ণ। বায়ুমান ৩০০-এর বেশি হলেই তা দুর্যোগপূর্ণ হয়। পরপর তিনদিন টানা তিন ঘণ্টা করে দূষণ এ পর্যায়ে থাকলে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার রীতি আছে।

শুক্রবার ঢাকা ও আশপাশের যে তিন স্থানে দূষণ বেশি তার মধ্যে ছিল ঢাকার মার্কিন দূতাবাস (৩০৮), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২৯৩) ও ইস্টার্ন হাউজিং (২৮৩)।

রাজধানীর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন পরিবেশ উপদষ্টো সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার উপদষ্টো পরিষদ বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

Manual5 Ad Code

পরিবেশ উপদষ্টো বলেন, ‘বায়ু দূষণের কারণে জনদুর্ভোগের জন্য ক্ষমা প্রার্থনা করছি। যদিও এর জন্য সরকার দায়ী নয়। এর রাতারাতি কিংবা সহজ কোনো সমাধান নেই। বায়ু দূষণ প্রায় ৩০ শতাংশ। শীতকালে এটি প্রায় ৪০ ভাগ। যেভাবে দূষণ কমানো যায় সে চষ্টো করছি। সরকার এলার্ট সিস্টেম চালু করছে। অনুসরণের অনুরোধ করা হবে। সবাইকে মাস্ক পরতে হবে। যাদের পক্ষে সম্ভব এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন’।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। শুক্রবার ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৩৪ গুণ বেশি।

Manual1 Ad Code

ঢাকার বায়ুদূষণ থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ হলো- ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

 

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code