Sharing is caring!
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
শিশুদের মাঝে মহানবীর আদর্শকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় সিরাত অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলার মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজে এ অলিম্পিয়াড
অনুষ্টিত হয়। অলিম্পিয়াডে উপজেলার ৮৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অলিম্পিয়াড প্রতিযোগিতা পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি প্রফেসর আবু তাহের, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ আ.ন.ম নোমান, লোহাগাড়া উপজেলা সভাপতি মোজাহিদুল ইসলাম, সেক্রেটারি মাস্টার নাছির আহমদ,মাস্টার একরামুল হক। পরীক্ষা ব্যবস্থাপনায় ছিলেন এম সেলিম উদ্দীন, মু.আবছার উদ্দীন। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন মোঃ রিদওয়ানুল হক।
সিরাত অলিম্পিয়াড পরিদর্শনে গিয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.সাইফুল ইসলাম জানান, এ ধরণের প্রতিযোগীতা আরো বেশী বেশী হওয়া দরকার। উপজেলা প্রশাসন এ ধরণের প্রতিযোগীতায় সব সময় সহযোগীতা করবে।