আজ মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে অবহেলিত রাস্তার সংস্কার শুরু, শিক্ষার্থীদের মুখে স্বস্তির হাসি

editor
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২৫, ০৪:০৮ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে অবহেলিত রাস্তার সংস্কার শুরু, শিক্ষার্থীদের মুখে স্বস্তির হাসি

Sharing is caring!

Manual1 Ad Code
তাপস দাশ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সবুজবাগ গোসাইবাড়ি হয়ে দেববাড়ি রোড সংযোগ সড়কের বহু প্রতীক্ষিত সংস্কার কাজ অবশেষে শুরু হয়েছে। দীর্ঘদিনের অবহেলায় কাদা–জলময় এই রাস্তাটি স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের জন্য ছিল এক দুর্ভোগের নাম। এখন কাজ শুরু হওয়ায় এলাকাজুড়ে দেখা দিয়েছে স্বস্তির আমেজ।
সোমবার (২৭ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুধু মিয়ার উদ্যোগে দ্রুতগতিতে চলছে রাস্তা সংস্কারের কাজ। চেয়ারম্যানের বড় ছেলে টিটু আহমেদ নিয়মিত উপস্থিত থেকে কাজের অগ্রগতি তদারকি করছেন।
টিটু আহমেদ জানান, গত ২৫ অক্টোবর থেকে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। রাস্তা কাদা হওয়ায় কিছুটা সময় লাগছে, তবে কাজ দ্রুত শেষ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
এই রাস্তাটিই সবুজবাগ ও লালবাগ এলাকার প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর একমাত্র স্কুলপথ। প্রতিদিন সেন্ট মার্থাস স্কুলে যেতে গিয়ে জলাবদ্ধতা ও কাদা মাড়িয়ে চরম ভোগান্তিতে পড়তে হতো তাদের। বর্ষায় হাঁটুসমান পানিতে জুতা হাতে নিয়ে স্কুলে যেতে হতো—এ দৃশ্য বহুদিনের।
চেয়ারম্যানের উদ্যোগে প্রায় ১৫০ ফুট রাস্তায় ইট সলিং বসানো ও গার্ডওয়াল নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি নিচু জায়গা সমান করে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হচ্ছে যাতে ভবিষ্যতে জলাবদ্ধতা না ঘটে।
সেন্ট মার্থাস স্কুলের শিক্ষার্থী পৃথ্বিরাজ বিশ্বাস ও সূর্য দাশ রাস্তার কাজ দেখে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আগে বৃষ্টি হলেই কাদা জমত, স্কুলে যেতে কষ্ট হতো। এখন রাস্তা ঠিক হচ্ছে দেখে খুব ভালো লাগছে।”
অভিভাবকরাও এই উদ্যোগে সন্তুষ্ট। স্থানীয় অভিভাবক বিজন দাশ বলেন, “এখন আমাদের সন্তানরা নিরাপদে স্কুলে যেতে পারবে। চেয়ারম্যান সাহেবের এই কাজ সত্যিই প্রশংসার যোগ্য।”
চেয়ারম্যান মোঃ দুধু মিয়া জানান, “এলাকার মানুষের যাতায়াত সহজ করা আমার দায়িত্ব। বিশেষ করে শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই রাস্তার সংস্কার শুরু করেছি। কাজ শেষ হলে এলাকাবাসী অনেকটা স্বস্তি পাবে বলে আশা করি।”
Manual1 Ad Code
Manual3 Ad Code