আজ মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নয়াদিল্লিতে বিস্ফোরণ ঘটনায় মোদিকে ব্রিফ করলেন অমিত শাহ

editor
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৫, ০৪:২৮ অপরাহ্ণ
নয়াদিল্লিতে বিস্ফোরণ ঘটনায় মোদিকে ব্রিফ করলেন অমিত শাহ

Sharing is caring!

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

নয়াদিল্লিতে বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনার পর থেকেই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছেন তিনি।

আজ সোমবার (১০ নভেম্বর)  স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দিল্লির অন্যতম জনাকীর্ণ এলাকা লাল কেল্লার একটি মেট্রো রেলস্টেশনের ফটকের কাছে একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ছবি ও ফিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে গাড়িটি দরজাসহ উড়ে গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যার বিস্ফোরণে এ পর্যন্ত নিহত হয়েছেন ৮ জন এবং আহত হয়েছেন আরও ১৫ জন। আহতরা সবাই হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

Manual1 Ad Code

বিস্ফোরণের পর আশপাশের কয়েকটি গাড়ি এবং দোকানে আগুন ধরে যায়। দিল্লি ফায়ার সার্ভিসের ২০টি ট্রাক আগুন নেভানোর কাজে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে সরকারি সূত্র।

Manual6 Ad Code

কী কারণে এই বিস্ফোরণ ঘটল— সে সম্পর্কে এখনও কোনো তথ্য দেয়নি দিল্লি পুলিশ। ঘটনাস্থলে ইতোমধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন আধাসামরিক বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

Manual2 Ad Code

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “পুলিশ এবং সরকারের উচিত যদ শিগগির সম্ভব তদন্ত শুরু করে বিস্ফোরণের প্রকৃত কারণ বের করা এবং তা জনগণকে জানানো। দিল্লির নিরাপত্তা নিয়ে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না।”

Manual2 Ad Code

সূত্র : দ্য ইকোনমিক টাইমস

Manual1 Ad Code
Manual2 Ad Code