Sharing is caring!
উৎফল বড়ুয়া:
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে শনিবার ৮ নভেম্বর দুই শত নরনারী ও শিশুদের মাঝে পোষাক বিতরন কর্মসূচি, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড ও কেব্রিয়ান স্কুল এন্ড কলেজের ইংরেজি সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অমিতাৎ মুৎসুদ্দি’র সৌজন্যে রাজশাহীর নঁওগা, বদলগাছি উপজেলার, মাধবপাড়া অধ্যাপক জ্ঞানরত্ন বৌদ্ধ বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন অত্র বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মনন্দ ভিক্ষু। কর্মসূচী বাস্তবায়নে ছিলেন বাবৌযুপ রাজশাহী অঞ্চলের সভাপতি অজিৎ কুমার সরদার।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ নেতৃবৃন্দ জানিয়েছেন প্রতি বছরের মত এবছরও উক্ত মানবিক সংগঠনের মানবিক কার্যক্রম দেশব্যাপী বাস্তবায়ন করা হবে।