আজ মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষে নির্বাচন ব্যাহত করার সুযোগ নেই : শফিকুল আলম

editor
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ণ
অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষে নির্বাচন ব্যাহত করার সুযোগ নেই : শফিকুল আলম

Sharing is caring!

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual7 Ad Code

কুমিল্লা, ১১ নভেম্বর, ২০২৫ (মঙ্গলবার) : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের মানুষ একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন উপভোগ করবে। কোনো অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির পক্ষেই জাতীয় নির্বাচন ব্যাহত করার সুযোগ নেই।

আজ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুশিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পূর্বে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ— এমন অভিযোগ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ফ্যাসিস্ট এ রাজনৈতিক দলটি দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদেও নেশাই হলো সন্ত্রাসী কর্মকাণ্ড। তবে, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন হবে। দেশি-বিদেশি কোনো শক্তিই এ নির্বাচন বানচাল করতে পারবে না।

শফিকুল আলম আরো বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও তাদের মতো করে প্রার্থী দিচ্ছে। মতপার্থক্য থাকলেও একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন সবাই চাচ্ছে।

দেশব্যাপী ভোটকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে বলে আশা করা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ১৩ নভেম্বরকে সামনে রেখে নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির কিছু বিচ্ছিন্ন প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে একাধিক পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

Manual1 Ad Code

তিনি জানান, প্রতিটি ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। এ ধরনের সহিংসতা ও জননিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা দেশের গণতান্ত্রিক ধারা ও নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করার অপচেষ্টার শামিল। জাতির প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সরকার শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামাল হোসেনসহ স্থানীয় প্রশাসন ও প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন। বাসস

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code