আজ বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

editor
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৫, ১১:৫৫ অপরাহ্ণ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

Sharing is caring!

Manual3 Ad Code

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি’- প্রতিপাদ্য নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ঘোষিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ (২৬শে নভেম্বর হতে ২রা ডিসেম্বর) ২০২৫ উপলক্ষে দিনব্যাপী ‘প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫’ অফিসার্স ক্লাব প্রাঙ্গণ, লোহাগাড়া, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, লোহাগাড়া, চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে সহযোগিতা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং স্থানীয় খামারী-উদ্যোক্তাবৃন্দ। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার, ডা. সেতু ভূষণ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. সাইফুল ইসলাম, প্রশাসক, উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসার, লোহাগাড়া, চট্টগ্রাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিঃ কর্মকর্তা; এবং মং এছেন, সহকারী কমিশনার (ভূমি), লোহাগাড়া, চট্টগ্রাম। উদবোধনী অনুষ্ঠানে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, মো. খোরশেদ আলম চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের এলইও, ডা. য়ইং নু ফ্রু মার্মা।

প্রদর্শনীতে ৩০টি স্টলে প্রদর্শনযোগ্য অধিক দুধ উৎপাদনশীল গাভী, উন্নতজাতের ষাঁড়-বাছুর, পোষাপ্রাণী, পশুখাদ্য ও বিভিন্ন প্রাণিসম্পদ প্রযুক্তি, ফুড কর্নার, স্থানীয় জাত, বাণিজ্যিক জাত, উচ্চফলনশীল জাত, প্রসেসিং ইউনিট, খামার যান্ত্রিকীকরণ উদ্যোক্তাগণ অংশ নেয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ; ডেইরি ও পোল্ট্রি খামারীবৃন্দ; উদ্যোক্তাগণ; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ; বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রী এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন । সারাদিনের প্রদর্শনীতে আগত প্রায় সহস্রাধিক দর্শনার্থীর মধ্যে সিদ্ধ ডিম ও দুধ বিতরণ করা হয়।

Manual3 Ad Code

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশীয় জাত সংরক্ষণ ও উন্নয়ন, আধুনিক তথ্য ও প্রযুক্তির ব্যবহার, রোগ প্রতিরোধ, প্রাণিস্বাস্থ্য ব্যবস্থাপনা, গবেষণালব্ধ ফলাফল অবহিতকরণ এবং সমস্যা ও সম্ভাবনা বিষয়ে খামারী ও উদ্যোক্তাদের সচেতন করা, বিজ্ঞানসম্মত প্রাণিসম্পদ পালনের মাধ্যমে দুধ, ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধি, প্রাণিজাত পণ্যের বাজার সৃষ্টি, প্রান্তিক খামারী ও উদ্যোক্তাদের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিকরণের মধ্য দিয়ে প্রাণিজ আমিষে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই সরকারের লক্ষ্য। এই সুমহান উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আয়োজন করছি, ‘প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫’।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রদর্শনীতে অংশ নেওয়া স্টলের বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. সেতু ভূষণ দাশ বলেন- ‘আজ ২৬শে নভেম্বর থেকে আগামী ২রা ডিসেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী এ উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের অনুষ্ঠানসূচী বাস্তবায়িত হবে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের বিশাল কর্মযজ্ঞের সমারম্ভ আজকের এই প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে সূচিত হল’।

Manual2 Ad Code

সপ্তাহব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী, বিনামূল্যে গবাদিপশুর মাস ভ্যাক্সিনেশন, খামারী প্রশিক্ষণ আয়োজন, ফ্রি ভেটেরিনারি ক্যাম্প, স্কুল মিল্ক ও এগ ফিডিং, কৃমিনাশক বিতরণ ও কৃত্রিম প্রজনন সেবা প্রদান, উঠান বৈঠক ও মতবিনিময় সভা আয়োজন ইত্যাদি।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code