Sharing is caring!
উৎপল বড়ুয়া:
লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অধীনে মানবিক সেবায় অগ্রগামী একটি ক্লাব, লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট আয়োজিত ৫ম চার্টার এনিভার্সারি রবিবার, ২৩ নভেম্বর চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোছলেউদ্দিন আহমেদ অপু পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ, সন্মানিত অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, পিডিজি সম্মাননায় উপস্থিত ছিলেন লায়ন এম. এ মালেক এমজেএফ, লায়ন আলহাজ্ব রফিক আহমেদ এমজেএফ, লায়ন শাহ আলম বাবুল পিএমজেএফ, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া এমজেএফ, লায়ন এস. এম শামসুদ্দিন এমজেএফ, লায়ন মো. মঞ্জরুল আলম মঞ্জু পিএমজেএফ, লায়ন মো. নাসির উদ্দীন চৌধুরী এমজেএফ, লায়ন এমডি. এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ। ক্লাব সভাপতি লায়ন মো. নুরুল আকবর কাজল এর সভাপতিত্বে স্বাগত ভাষন প্রদান করেন এনিভার্সারি চেয়ারম্যান লায়ন মো. মেজবাহ উদ্দিন।
লায়ন লুভনা হুমায়ুন সুমি ও লায়ন উম্মে হাবিবার সঞ্চালনায় পবিত্র কুরআনের তেলাওয়াত ও মুনাজাত পরিচালনা করেন করেন লায়ন মো. মুছা এমজেএফ, গীতা পাঠ করেন লায়ন সুস্মিতা সাহা, ত্রিপিটক পাঠ করেন লায়ন অজয় কুমার বড়ুয়া, লায়ন্স আনুগত্যের শপথ পরিচালনা করেন লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ। লিও অঙ্গিকারে লিও এস. এম রায়হান, শুভেচ্ছা বক্তব্য রাখেন লায়ন মো. আহ্সান, সেক্রেটারী রিপোর্ট উপস্থাপন করেন লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন লায়ন মো. জিল্লুর রহমান এমজেএফ।
এছাড়া পিডিজি লায়ন এস এম শামসুদ্দিন এমজেএফ এর লায়নিজমে ৪০ বছর পূর্তি উদযাপন, পাস্ট প্রেসিডেন্ট সম্মাননা, নিউ মেম্বার ইন্ডাকশন, সার্ভিস প্রোগ্রামে ডিজি টিম, ডিস্ট্রিক্ট কেবিনেট, বিভিন্ন ক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।