আজ মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিএসএফের গুলিতে চা শ্রমিক হত্যায় বিএনপি-জামায়াতের নিন্দা

editor
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৪, ০৬:১০ অপরাহ্ণ

Sharing is caring!

Manual3 Ad Code

টাইমস নিউজ

মৌলভীবাজারের বড়লেখায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত চা শ্রমিক গোপাল বাগদির ময়নাতদন্ত শেষে সোমবার বিকালে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে থানা পুলিশ।

এদিন বিকাল ৫টার দিকে পাথারিয়া চা বাগান সার্বজনীন শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এদিন বাবা, স্ত্রী-সন্তানসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে বাড়িতে ছুটে যান ইউএনও তাহমিনা আক্তার। তিনি এ সময় নিহতের সৎকারে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

Manual3 Ad Code

নিহত গোপাল বাগদি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অখিল বাগদির ছেলে।

সীমান্তের জিরো লাইনের ২০০ গজ অভ্যন্তর থেকে রোববার সন্ধ্যায় বিজিবি, পুলিশ ও স্বজনরা গোপাল বাগদির লাশ উদ্ধার করে।

Manual8 Ad Code

এদিকে সীমান্ত হত্যায় তীব্র নিন্দা, প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

জীবিকার তাগিদে সীমান্তের জঙ্গলে বাঁশ কেটে আনতে গেলে নিরীহ চা শ্রমিক গোপাল বাগদিকে বিএসএফ নির্মমভাবে গুলি করে হত্যা করে। প্রতিবাদে রোববার রাতেই বড়লেখা পৌরশহরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থকরা প্রতিবাদ সমাবেশ করেছে। পরে তারা শহরে বিক্ষোভ মিছিল করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নছিব আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, উপজলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম খোকন, সাবেক প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস স্বপন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মুহাচ্ছিনুর রহমান বাদল, বিএনপির নেতা মীর মখলিছুর রহমান, আব্দুল মালিক, আব্দুল জব্বার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মুজিব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমন আহমদ, বড়লেখা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাফর আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

প্রতিবাদ সভায় বিএনপি নেতা শরীফুল হক সাজু বলেন, বিএসএফ সীমান্তে একের পর এক নিরীহ বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা চালিয়েছে। গত আগস্টে তারা স্কুলছাত্রী স্বর্ণা দাসকে পাখির মতো গুলি করে হত্যার পর লাশ ফেলে যায়। এই হত্যার বিচার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

 

অন্যদিকে বিএসএফের গুলিতে চা শ্রমিক গোপাল বাগদির নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজার জেলা জামায়াত।

রোববার (২২ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে জেলা জামায়াতের আমির প্রকৌশলী শাহেদ আলী ও সেক্রেটারি ইয়ামীর আলী এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ সীমান্তে এভাবে নিরীহ মানুষ হত্যা কাঙ্ক্ষিত নয়। অবিলম্বে এ ধরনের হত্যা বন্ধ এবং গোপাল হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।

এর আগে রোববার বিকালে নিহত গোপালের পরিবারকে তাৎক্ষণিক দেখতে যান জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান ও বড়লেখা-জুড়ী সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code
Manual6 Ad Code