আজ রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সম্পন্ন 

editor
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ণ

Sharing is caring!


Manual7 Ad Code
উৎপল বড়ুয়া সিলেট প্রতিনিধি:
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর তৃতীয় সেমিস্টার/বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৮ ডিসেম্বর (শনিবার) সকাল ১১টায় স্কুল কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের পরিচালক দক্ষিণ সুরমা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মুহিবুর রহমান স্যারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন শিহাব স্যারের পরিচালনায় শুরুতে কুরআন তিলাওয়াত করেন সহকারী শিক্ষক মাওলানা যুবায়ের আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সম্মানিত পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন লতিফিয়া শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আমিরুল ইসলাম খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেবতীরমণ সরকারি দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি সেন সামন্ত, সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর পরিচালক আপ্তাব উদ্দিন, হারুনুর রশিদ হীরন, দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুশিক, রেবতীরমণ সরকারি দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন কুমার পাল, মাওলানা ফয়ছল আহমদ, লন্ডন প্রবাসী কামাল আহমদ, পর্তুগাল প্রবাসী সেবুল আহমদ, পর্তুগাল প্রবাসী তানজীব আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ।
Manual1 Ad Code
Manual3 Ad Code