আজ রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ে ওরিন্টেশন ক্লাস এন্ড একাডেমিক এ্যাওয়ার্ড  প্রোগ্রাম অনুষ্ঠিত 

editor
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৫, ০৪:০৭ অপরাহ্ণ
ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ে ওরিন্টেশন ক্লাস এন্ড একাডেমিক এ্যাওয়ার্ড  প্রোগ্রাম অনুষ্ঠিত 

Sharing is caring!


Manual6 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়ার সেরা বিদ্যাপিঠ ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ে ওরিন্টেশন ও একাডেমিক এ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১২ জানুয়ারী) সকালে স্কুল ক্যান্পাসে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের সেক্রেটারি মোহাম্মদ বাহার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শফিউল ইসলাম। গেষ্ট অফ অণার হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম।  অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের।
বক্তরা স্কুলের শিক্ষার মান ও সার্বিক বিষয়ে সন্তুষ্ট প্রকাশ করে বলেন আগামীতেও যেন শিক্ষার উন্নয়নে শিক্ষকগণ যথাযথ ভুমিকা ও দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  স্কুল পরিচালনা কমিটির সদস্য ফজলুল হক আজাদ, পরিচালক মনজুরুল ইসলাম, স্কুলের সাবেক উপাধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম, জন কল্যাণ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার আব্দুল সালাম, এডভোকেট হাসান, অভিভাবক মোহাম্মদ শাহজাহান ও মোহাম্মদ আব্বাস উদ্দিন প্রমুখ।
ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমনের সার্বিক তত্বাবধানে  সপ্তম শ্রেণির ছাত্র তাকরিম, অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত ও পঞ্চম শ্রেণির ছাত্র আরশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি মনোমুগ্ধকর ভাবে পরিচালিত হয়। এতে সেরাদের সেরা ৫০ জনের অধিক মেধাবীদের পুরস্কৃত করা করা হয়। এছাড়াও বিভিন্ন ইভেন্টে ২০ জন কৃর্তি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।
Manual1 Ad Code
Manual7 Ad Code