আজ রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গণ-অভ্যুত্থান নিয়ে যে বার্তা দিলেন রাষ্ট্রপতি

editor
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ণ
গণ-অভ্যুত্থান নিয়ে  যে বার্তা দিলেন রাষ্ট্রপতি

Sharing is caring!

Manual7 Ad Code

টাইমস  নিউজ

Manual3 Ad Code

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, গণ-অভ্যুত্থান দিবস বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও গণতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে একটি অনন্য ও গুরুত্বপূর্ণ দিন।

২৪ জানুয়ারি গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রদত্ত এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ঊনসত্তরের গণ-অভ্যুত্থান একটি অবিস্মরণীয় অধ্যায়।”

তিনি উল্লেখ করেন, “ঊনসত্তরের ২৪ জানুয়ারি শাসকগোষ্ঠীর দমন-পীড়নের বিরুদ্ধে এবং পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের দাবিতে কারফিউ ভঙ্গ করে রাজনীতিক, ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষ মিছিল বের করে। ওই মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন ঢাকার নবকুমার ইনস্টিটিউশন স্কুলের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমানসহ আরও অনেকে। ১৯৬৯ সালের এই দিনে যারা দেশের স্বাধিকার আন্দোলনের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।”

রাষ্ট্রপতি আরও বলেন, “ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে শহীদ মতিউরসহ অন্যান্য শহীদের ত্যাগ বৃথা যায়নি। এই অভ্যুত্থানের পথ ধরেই আমরা স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার অর্জন করেছি। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে ঊনসত্তরের গণ-অভ্যুত্থান অমিত প্রেরণা যুগিয়েছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল এই স্বাধীনতা ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

Manual2 Ad Code

তিনি শহীদ মতিউরসহ দেশের মুক্তি সংগ্রামের সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code