আজ মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আইনজীবী জেড আই খান পান্নার মৃত্যুর গুজব

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ণ
আইনজীবী জেড আই খান পান্নার মৃত্যুর গুজব

Sharing is caring!

Manual4 Ad Code

টাইমস নিউজ

Manual3 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোর থেকে নানা বক্তব্যের কারণে আলোচিত আইনজীবী জেড আই খান পান্নার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। অনেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

Manual8 Ad Code

মৃত্যুর গুজবের মধ্যে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন আইনজীবী জেড আই খান পান্না। তিনি আসামিপক্ষে ট্রাইব্যুনালে শুনানি করবেন। তাকে প্রশ্ন করা হলে বলেন, আমি ভালো আছি। মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকব।

সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের পক্ষে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে অংশ নিয়েছিলেন। কিন্তু ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বিভিন্ন সময়ে এ সরকারকে নিয়ে বিরূপ মন্তব্য ও শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দিয়ে সমালোচিত হন।

Manual1 Ad Code

গত জুলাই ও আগস্ট মাসে শিক্ষার্থীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে অংশ নিয়েছিলেন অ্যাডভোকেট জেড আই খান পান্না। এই রিটটি সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি দায়ের করেন। শুনানিতে রিটের পক্ষে ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট জেড আই খান পান্না, ব্যারিস্টার অনীক আর হক এবং অ্যাডভোকেট মানজুর আল মতিন প্রীতম উপস্থিত ছিলেন। তবে, হাইকোর্ট এই রিটটি খারিজ করে দেন এবং পুলিশকে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেন।

Manual1 Ad Code

পরবর্তীতে জেড আই খান পান্নারর বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের সময় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়, তবে হাইকোর্ট থেকে তিনি আগাম জামিন পান। এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন যে, সুযোগ পেলে তিনি শেখ হাসিনার পক্ষে আদালতে লড়াই করতে ইচ্ছুক।

Manual1 Ad Code
Manual8 Ad Code