আজ শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাসস এমডির অপসারণ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে ডিইউজের স্মারকলিপি

editor
প্রকাশিত মার্চ ২৪, ২০২৫, ০৬:০২ অপরাহ্ণ
বাসস এমডির অপসারণ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে ডিইউজের স্মারকলিপি

Sharing is caring!

Manual7 Ad Code

টাইমস  নিউজ 

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদের অবিলম্বে অপসারণ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

Manual2 Ad Code

সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের নেতৃত্বে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে মিছিলসহ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যান সাংবাদিক নেতারা।

Manual2 Ad Code

এ সময় পুলিশের বাধায় কাকরাইল মসজিদের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন সাংবাদিক নেতারা। এ সময় কাকরাইল থেকে বাংলামোটর অভিমুখের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে বিকাল সাড়ে ৩টায় প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ এসে স্মারকলিপি গ্রহণ করলে রাস্তা থেকে অবরোধ তুলে নেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতাকর্মীরা।

এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, বাসসের এমডি আপাদমস্তক পতিত স্বৈরাচারের দোসর। বাসসের বিগত সময়ের দুর্নীতির অনুসন্ধান ও বাসসকে স্বৈরাচারের দোসরমুক্ত করার জন্য অবিলম্বে মাহবুব মোর্শেদকে বাসসের এমডি পদ থেকে অপসারণ করতে হবে।

ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, বাসসের এমডি মাহবুব মোর্শেদের অপসারণ দাবিতে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। আমরা আশাবাদী প্রধান উপদেষ্টা দ্রুত সময়ের মধ্যে এই দুর্নীতিবাজকে অপসারণ করে বাসসকে কলঙ্কমুক্ত করবেন। তা না হলে আমরা এই ফ্যাসিস্ট এমডির অপসারণের জন্য পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এবং রাজপথের আন্দোলনের মাধ্যমেই তাকে অপসারণ করা হবে।

Manual3 Ad Code

এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রফিক মোহাম্মদ, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশ, রাজু আহমেদ, আব্দুল্লাহ মজুমদার, ফখরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবুল কালাম মানিক, সাবেক কার্যনির্বাহী সদস্য জসিম মেহেদী, ফজলুর রহমান জুলফিকার, ফয়জুল্লাহ মানিক, রাসেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code