আজ সোমবার, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন 

editor
প্রকাশিত মার্চ ২৫, ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ণ
বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন 

Sharing is caring!

Manual5 Ad Code

টাইমস নিউজ 

Manual5 Ad Code

বিশ্ব যক্ষ্মা দিবস উদযাপন  উপলক্ষ্যে “প্রতিশ্রুতি, বিনিয়োগ ও সেবাদান দ্বারা, সম্ভব হবে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়া” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে , এ বছর জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও অন্যান্য সহযোগী সংস্থাসমূহের সম্মিলিত উদ্যোগে, কেন্দ্রীয়ভাবে ঢাকায় দিবসটি উদযাপন করা হয়।

কর্মসূচির শুরু হয় স্বাস্থ্য অধিদপ্তরের সামনে একটি র‌্যালী আয়োজনের মাধ্যমে, কেন্দ্রীয় র‌্যালিটি শুরু হয় সকাল নয়টায় ঢাকার মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের চত্বর থেকে এবং শেষ হয় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল চত্বরে। উক্ত র‌্যালীতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা ও কর্মীসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করে।

র‌্যালী শেষে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্র্যাক এর যৌথ উদ্যোগে, ব্র্যাক সেন্টার-এর কনফারেন্স রুমে বেলা ১১:৩০ মি. একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোমেনা মনি, অতিরিক্ত সচিব (বিশ^স্বাস্থ্য অনুবিভাগ), স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

Manual4 Ad Code

অনুষ্ঠানে স্বাগতঃ বক্তব্য রাখেন, ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির, প্রোগ্রাম ম্যানেজার-টিবি, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। মূল আলোচনা উপস্থাপনা করেন ডা. জুবাইদা নাসরীন, লাইন ডাইরেক্টর টিবি-এল এন্ড এএসপি (ভারপ্রাপ্ত), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।

Manual2 Ad Code

অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শেখ মোমেনা মনি, অতিরিক্ত সচিব (বিশ^স¦াস্থ্য অনুবিভাগ), স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় । তিনি বলেন সরকার যক্ষ্মা নির্মূলের অঙ্গীকারবদ্ধ এবং এ উদ্দেশ্যে কাজ করার জন্য সকলকে এগিয়ে আসার অহ্বান জানানো হয়। প্রত্যেকে যক্ষ্মা নির্মূলে এগিয়ে আসার আহবন জানান।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code