আজ শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যদাতা নুরুল আবছার আটক

editor
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৫, ১২:৪৯ অপরাহ্ণ
সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যদাতা নুরুল আবছার আটক

Sharing is caring!


Manual4 Ad Code

টাইমস নিউজ 

১৯৭১ সালের মানবতাবিরোধী মামলায় ফাঁসি কার্যকর হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যদাতা হিসেবে অভিযুক্ত রাঙ্গুনিয়ার নুরুল আবছার কক্সবাজারের রামুতে আটক হয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে তাকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়ার আবদুল গনি মাঝির বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী আজ দুপুরে এই তথ্য জানান।

আটক নুরুল আবছার চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের মৃত কাজী জাবেদের ছেলে।

Manual4 Ad Code

স্থানীয়রা জানান, নুরুল আবছার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার ফরিদ নামের এক ব্যক্তির বাড়িতে আত্মগোপনে ছিলেন ।

Manual7 Ad Code

কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এলাকাবাসীদের নিয়ে বাড়ি ঘেরাও করে তাকে আটক করে রামু থানায় সোপর্দ করা হয়। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা এলাকার মৃত কাজী মো. জাবেদের ছেলে বলে স্বীকার করেছেন। সেই সঙ্গে তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার ১০ নম্বর মিথ্যা সাক্ষ্যদাতা হিসেবেও স্বীকার করেন।’

Manual4 Ad Code

এ বিষয়ে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী আরও জানান, রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে মামলার খোঁজ নিচ্ছি। তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code