আজ সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের জলবায়ু রক্ষার গান

editor
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ণ

Sharing is caring!

Manual5 Ad Code

সৌম্যজিৎ দাস

জলবায়ুর কথা ভাবো মন,
দূষণে ভরে চারিদিক বন।
তাপ বাড়ে দিনে দিনে,
পৃথিবী ডাকে কষ্টের সুরে।

Manual6 Ad Code

নবায়ন শক্তি আনো ঘরে,
সৌর, বায়ু—পথ দেখায় তরে।
ফসিল জ্বালানির দিন ফুরায়,
পরিবেশ বাঁচাতে এগিয়ে চলো ভাই।

শিল্পে চাই নতুন রীতি,
ডিকার্বনাইজেশনে হোক গতি।
পুনর্ব্যবহার আর সবুজ পণ্য,
ভবিষ্যৎ বাঁচাতে এগিয়ে থাক সণ্য।

Manual8 Ad Code

গাড়ি চলো বৈদ্যুতিকে,
পরিবহনে চাই সবুজ দিশে।
চার্জিং স্টেশন আর পাবলিক বাস,
নিঃসরণ কমিয়ে করো পরিবেশ হাস।

Manual2 Ad Code

কৃষিক্ষেত্রে চাই নতুন দিশা,
বন উজাড় নয়, আনো সঞ্চয় আশা।
টেকসই কৃষি আর খাদ্যের যত্ন,
জীবনের পথে আনবে যত উত্তরণ।

প্রযুক্তির আলো জ্বালো নতুন করে,
হাইড্রোজেন, ব্যাটারি—সবুজ পথে।
নীতি আর চুক্তি হোক সহায়ক,
জলবায়ুর জন্য হোক বিশ্ব এক।

আমরা সবাই যদি দিই হাত,
পৃথিবী হবে দূষণমুক্ত রাত।
ছোট ছোট কাজে আনো পরিবর্তন,
জলবায়ুর বিপর্যয় ঠেকাবে জীবন।

এখনই সময়, থেমো না আর,
জলবায়ু রক্ষার জন্য দাও বারবার।
আগামীর পৃথিবী হাসুক আবার,
সবুজে মোড়ানো হোক বিশ্ব সবার।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code