আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জলঢাকায় পাথর বোঝাই ট্রাকে গাঁজা; চালক আটক 

admin
প্রকাশিত জুন ৫, ২০২৫, ০১:৪৫ অপরাহ্ণ
জলঢাকায় পাথর বোঝাই ট্রাকে গাঁজা; চালক আটক 

Sharing is caring!

Manual2 Ad Code
মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় পাথর বোঝাই একটি ট্রাক থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ।
এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করে চালক মতিয়ার রহমান (২৪) কে আটক করে পুলিশ। চালক মতিয়ার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নিজ গোড্ডিমাড়ী আদর্শ পাড়া এলাকার মোন্নাফ আলীর ছেলে। সে বুড়িমারী থেকে পাথর বোঝাই করে টাঙ্গাইল মির্জাপুরে যাচ্ছিলো।
পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন”র দিকনির্দেশনায় এস আই আনিসুজ্জামান আনিস এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ওই ট্রাকটিকে আটক করে। যাহার নং
ঢাকা মেট্রো-ট-১৭-০৬১৮। পরে থানায় নিয়ে এসে তল্লাশি চালিয়ে কেবিনের ভিতরে ড্রাইভারের সিটের পিছনে লুকিয়ে রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এঘটনায় জলঢাকা থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ  করা হয়েছে। তিনি আরও জানান,মাদক বিরোধী অভিযান চলছে এবং চলবে। মাদক ও জুয়ার বিষয়ে কোন আপস নেই।
Manual1 Ad Code
Manual5 Ad Code