আজ রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কমলগঞ্জে বিপুল পরিমাণ আমদানী নিষিদ্ধ বিদেশী সিগারেট জব্দ, আটক- ২

editor
প্রকাশিত জুন ১৭, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ণ
কমলগঞ্জে বিপুল পরিমাণ আমদানী নিষিদ্ধ বিদেশী সিগারেট জব্দ, আটক- ২

কমলগঞ্জে বিপুল পরিমাণ আমদানী নিষিদ্ধ বিদেশী সিগারেট জব্দ, আটক- ২

Sharing is caring!

Manual3 Ad Code
রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন কমলগঞ্জ উপজেলার টিলাগড় গ্রামের মুকিত মিয়া (৪৮) এবং কুলাউড়া উপজেলার মনোহরপুর গ্রামের তোয়াহির মিয়া (৪৭)।
সোমবার (১৬ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিঠু রায়ের নেতৃত্বে একটি পুলিশ দল রহিমপুর ইউনিয়নের কাঠালতলী সাকিনস্থ পরখানালা ব্রীজের পূর্ব পাশে কৌশলে অবস্থান নেয়।
পরে একটি প্রাইভেট কার আটক করে তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা ২৬০ কার্টুনে ৫২,০০০ শলাকা বিদেশী সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫,২০,০০০/- টাকা।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির জানান, আটক ব্যক্তিরা কুলাউড়া থানা এলাকা থেকে নিষিদ্ধ সিগারেটগুলো বহন করে মৌলভীবাজার শহরের দিকে নিয়ে যাচ্ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।’
Manual1 Ad Code
Manual2 Ad Code