আজ রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদের এক দিনের রিমান্ড মঞ্জুর

editor
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৪, ০৬:১৮ অপরাহ্ণ
সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদের এক দিনের রিমান্ড মঞ্জুর

Sharing is caring!

সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদল নেতা আব্দুল আহাদের করা বিস্ফোরক আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট ২নং আমলী আদালত।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার আদালতে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদকে হাজির করা হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাঁচ দিনের রিমান্ড চাইলে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মিছবাউল হক।
এছাড়াও কারাগারে আটক অপর দুই আসামী শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ আলী সহ কয়েকজনকে মৌলভীবাজার জেলা কারাগার থেকে আদালতে তোলা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি এড. আবু নসর মোহাম্মদ মাসুদ। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এড. মোহাম্মদ আলী। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করলে শুনানি শেষে তাকে কড়া পুলিশ পাহারায় মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়। এসময় আদালত পাড়ায় উৎসুক জনতা ভীড় করে।
উল্লেখ্য, সাবেক কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদকে গত ৩০ অক্টোবর ২০২৪ইং রাজধানী ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টর তার নিজ বাসা থেকে উত্তরা থানা পুলিশ গ্রেফতার করে। ২৪ নভেম্বর তাকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে হস্থান্তর করা হয়।
সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন। তিনি বঙ্গবন্ধু শিশু অ্যাকাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।