আজ শুক্রবার, ৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আবু সাঈদ হত্যা মামলা: ৩০ আসামির বিচার শুরুর আদেশ

editor
প্রকাশিত আগস্ট ৬, ২০২৫, ০১:৫৩ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলা: ৩০ আসামির বিচার শুরুর আদেশ

Oplus_16908288

Sharing is caring!

আদালত প্রতিবেদকঃ
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বুধবার (৬ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এর আগে, গত ৩০ জুলাই পলাতক ২৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মামলাটি থেকে অব্যাহতির আবেদন করে শুনানি করেন। ওইদিন মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য দিন ধার্য ছিল।
তবে আজই ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর নির্দেশ দেন।
গ্রেপ্তার ছয় আসামির পক্ষে অব্যাহতির শুনানি শেষ হয় ২৯ জুলাই। এ মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী বর্তমানে ট্রাইব্যুনালের কারাগারে রয়েছেন।
গত ৩০ জুন মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। ওইদিনই ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ গ্রহণ করেন।
উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে। চতুর্থ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন আবু সাঈদ হত্যার প্রত্যক্ষদর্শী রিনা মুর্মু।
আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে তিনজনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে।