আজ শুক্রবার, ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ১৫ লাখ টাকার অর্থদণ্ড ও ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি লিটনের বিদেশ পলায়নের চেষ্টা

editor
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৫, ০৩:৫১ অপরাহ্ণ
মৌলভীবাজারে ১৫ লাখ টাকার অর্থদণ্ড ও ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি লিটনের বিদেশ পলায়নের চেষ্টা

Sharing is caring!

এ কে অলক মৌলভীবাজার:

মৌলভীবাজারে ১৫ লাখ টাকার অর্থদণ্ড ও ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি লিটনের বিদেশ পলায়নের চেষ্টা।

মৌলভীবাজার সদর উপজেলার গুমড়া গ্রামের মৃত বারিক মিয়ার ছেলে লিটন মিয়া (৪৯) প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন। বর্তমানে তিনি পলাতক অবস্থায় রয়েছেন এবং বিদেশে পালানোর চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।

মামলার বাদী শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের রিপন রায় জানান, ২৩ মে,২০২২ সালের মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লিটন মিয়ার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করেন যার নং সিআর ৫৬৬/২২। পরবর্তীতে জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. আনোয়ারুল হক, যুগ্ম দায়রা জজ, ২১ মে ২০২৫ইং রায় ঘোষণার মাধ্যমে লিটন মিয়াকে দোষী সাব্যস্ত করেন।

রিপন রায়ের দাবি, পুলিশ যদি দ্রুত তাকে গ্রেফতার না করে, তবে লন্ডন প্রবাসে থাকা লিটনের প্রথম স্ত্রীর সহায়তায় তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন।

তিনি আরও বলেন, ন্যায়বিচারের স্বার্থে যেন এই আসামিকে পুলিশ ভেরিফিকেশন ছাড়পত্র অবৈধভাবে প্রদান না করা হয়; তা না হলে তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।