Sharing is caring!

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে মো. ওমর ফারুক (৩৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩০৫ পিস ইয়াবা।
রোববার (৩১ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৩০ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়ায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ওমর ফারুক দক্ষিণ খলাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বাড়ি ভাড়া নিয়ে তিনি মাদক ব্যবসা পরিচালনা করতেন বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খলাপাড়ার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ফারুককে হাতেনাতে গ্রেপ্তার এবং তার ঘর তল্লাশি করে ৩০৫ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।