আজ বৃহস্পতিবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বসিলায় নির্মিতব্য “তরী ফাউন্ডেশন বাংলাদেশ” এর বহুতল ভবনের জমি নিয়ে জটিলতার ধোঁয়াশা !

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৩:১৯ অপরাহ্ণ
বসিলায় নির্মিতব্য “তরী ফাউন্ডেশন বাংলাদেশ” এর বহুতল ভবনের জমি নিয়ে জটিলতার ধোঁয়াশা !

Sharing is caring!

“তরী ফাউন্ডেশন বাংলাদেশ” , যাদের বিগত সরকারের আমলে বেশ ধুমধাম ও মহা সমারোহে কার্যক্রম পরিচালিত হচ্ছিলো। বিগত সরকারের পতনের পর বসিলায় নির্মিতব্য “তরী ফাউন্ডেশন বাংলাদেশ” এর বহুতল ভবনের জমি নিয়ে জটিলতার ধোঁয়াশা ও সমালোচনায় মুখর হয় স্থানীয়রা।

সঠিক মালিক থেকে জমি কেনা থেকেই এই সমস্যার সৃষ্টি বলে জানা যায়। তরী ফাউন্ডেশন ও জমির মালিকানার দাবিদার উভয়ের নিকটই জমি সংক্রান্ত সকল আইনানুগ কাগজপত্র ও দলিল রয়েছে।জমির মালিকানার দাবিদারদের দায়ের করা মামলার প্রেক্ষাপটে ব্যাপারটি এখন মাননীয় আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

যেই জমি নিয়ে এত ঘটনা, সেখানে স্বশরীরে গিয়ে দেখা যায় যে, তরী ফাউন্ডেশনের নির্মায়ধীন বহুতল ভবনের কাজ থেমে আছে, কথা বলার মতো কাউকে খুঁজে পাওয়া যায় নাই।

স্থানীয়দের সাথে কথা বলতে গেলে , তরী ফাউন্ডেশনের নাম শুনেই তারা বেশ রেগে যায়, এমনকি কেউ কেউ গালিগালাজ করে। স্থানীয় অধিবাসীরা প্রচুর অভিযোগ স্থাপন করে তরী ফাউন্ডেশনের নামে।

পরবর্তী প্রতিবেদনে আরো বিস্তারিত উপস্থাপন করা হবে।