Sharing is caring!
অনলাইন ডেস্ক:
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বুধবার ) : পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের স্ত্রী জীশান মির্জা ও তার মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের পৃথক দু’টি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেন।
আবেদনে বলা হয়েছে, জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করা একান্ত প্রয়োজন।