আজ মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেফতার- ৪৪ জন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০২:০১ অপরাহ্ণ
মৌলভীবাজারে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেফতার- ৪৪ জন

Sharing is caring!

Manual2 Ad Code

রেডটাইমস ডেস্ক:

মৌলভীবাজারে ‘অপারেশন ডেভিল হান্টে’ ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার প্রত্যেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত দুইদিনে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার (এসপি) এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

Manual4 Ad Code

পুলিশ সুএে জানা যায়, গত দুইদিনে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি করুণাময় দেব এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, বড়লেখা উপজেলার তালিমপুর আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ফয়জুর রহমান, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাধাকান্ত দাস, কুলাউড়া উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল আহমেদ, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুন নূর ও নিষিদ্ধ ছাত্রলীগের কালাপুর ইউনিয়নের সহসভাপতি নাসিমুর রহমান মাশরাফি। এ ছাড়াও গ্রেফতার বাকিরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।

Manual8 Ad Code

জেলা পুলিশ সুপার (এসপি) এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code