Soical Bar

আজ বুধবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ভেজাল ও মজুদের বিরুদ্ধে অভিযান, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

editor
প্রকাশিত মার্চ ৪, ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে ভেজাল ও মজুদের বিরুদ্ধে অভিযান, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

Sharing is caring!

তাপস দাশ শ্রীমঙ্গল,

পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা এবং ভেজাল খাদ্যের ছড়াছড়ি রোধে কঠোর অবস্থানে মৌলভীবাজার জেলা প্রশাসন। বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের তৎপরতা এখন সর্বোচ্চ পর্যায়ে।

সোমবার (৩ মার্চ) রাত ১১টার দিকে মৌলভীবাজারের  শ্রীমঙ্গলে পরিচালিত এক বিশেষ অভিযানে ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন ফেরদৌস আলম ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ। তাদের সমন্বিত টহল দল শ্রীমঙ্গলের বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে নজরদারি চালায়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, ক্রয় সংক্রান্ত যথাযথ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থতা এবং অবৈধ মজুদ রাখার অপরাধে ‘আব্দুর শুকুর এন্ড ব্রাদার্স’কে ১০ হাজার টাকা, ‘কুসুম ট্রেডার্স’কে ৫ হাজার টাকা এবং ‘মাতৃভাণ্ডার’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, রমজান মাসজুড়ে বাজার নিয়ন্ত্রণে মনিটরিং ব্যবস্থা জোরদার থাকবে এবং কোনোভাবেই অসাধু ব্যবসায়ীদের কারসাজি বরদাস্ত করা হবে না। জনগণকে সচেতন থাকার পাশাপাশি, যেকোনো অনিয়ম প্রশাসনকে জানাতে আহ্বান জানানো হয়েছে।

বাজারে নৈরাজ্য ঠেকাতে প্রশাসনের এই কঠোর উদ্যোগ ভোক্তাদের স্বস্তি এনে দিয়েছে। তবে সাধারণ মানুষ আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছে।

Follow for Regular News