আজ বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

যৌথ বাহিনীর অভিযানে লোহাগাড়ায় ধারালো অস্ত্র ও মাদকসহ আটক -৪

editor
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৪, ০৪:৩১ অপরাহ্ণ

Sharing is caring!

Manual6 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাজ্বীর পাড়া প্রকাশ কসাই পাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ধারালো অস্ত্র, মাদকদ্রব্য ও মোবাইলসহ ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬ টায় এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া সেনা ক্যাম্প কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসান ও থানার  এসআই শরিফুল ইসলাম পিপিএম (বার) এর নেতৃত্বে সেনা বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা।
অভিযানে চোরাই মোবাইল সেট ১০ টি, ধারালো অস্ত্র ১২ টি, গাঁজা, ইয়াবা, ফয়েল পেপার, দেশীয় মদসহ বাড়িঘর তল্লাশী চালিয়ে উক্ত  ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন; মোহাম্মদ হোছন (৪০)। সে সাতকানিয়া উপজেলার বোয়ালিয়া পাড়ার মৃত আবুল হোসন’র পুত্র। আমিনুল ইসলাম (৪৫)। সেও সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মৃত জিয়াবুল হক’র পুত্র। অপর ২ জন হল কামাল উদ্দীন (৪০), পিতা আবদুল শুক্কুর, মোঃ এরশাদ (২১), পিতা রফিক উদ্দীন। তাদের উভয়ের বাড়ি বড়হাতিয়া ইউনিয়নের বর্তমান হাজীর পাড়ায়।
লোহাগাড়া সেনা ক্যাম্প কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসান জানান, গুপন তথ্যের ভিত্তিতে সেনা ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে উল্লেখিত ৪ জনকে ধারালো অস্ত্র, চোরাই মোবাইল সেট ও মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক ২ টি মামলা রুজু হয়েছে।
Manual1 Ad Code
Manual8 Ad Code