আজ রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লোহাগাড়ায় যৌথবাহিনীর পৃথক দু’টি অভিযানে মাদকদ্রব্য ও ধারালো অস্ত্রসহ আটক -২

editor
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ণ
লোহাগাড়ায় যৌথবাহিনীর পৃথক দু’টি অভিযানে মাদকদ্রব্য ও ধারালো অস্ত্রসহ আটক -২

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক নির্মূল ও জড়িতদের আটক করার ব্যাপারে সেনাবাহিনীর জোরদার অভিযান অব্যাহত রয়েছে।

অভিযানের ধারাবাহিকতায় পুণরায় ১৫ নভেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলাউজান ৩ নং ওয়ার্ডস্থ রাবার ড্যাম এলাকার হিন্দু পাড়া ও আমিরাবাদ ইউনিয়নে ৮ নং ওয়ার্ডস্থ হাঁছির পাড়া এলাকায় অভিযান চালান লোহাগাড়া সেনা ক্যাম্প কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসান’র নেতৃত্বে সেনা সদস্যরা। সাথে ছিলেন থানার এসআই মোঃ মাসুদ আলম।

অভিযান চলাকালে সর্বমোট ১শত ২০ লিটার চোলাই মদ, ৩ কেজি ৪শত গ্রাম গাঁজা এবং ছোট-বড় ১০ টি চাকু-চাপাতি উদ্ধারসহ পৃথক ২ স্থান থেকে ২ জনকে আটক করা হয়েছে।

আটককৃত কলাউজানের রাবার ড্যাম সংলগ্ন হিন্দু পাড়ার বিমল দাশ’র পুত্র বিপ্লব দাশ প্রকাশ টিস্যু দাশ’র (৪৮) বাড়ি তল্লাশী করে তার কাছ থেকে ১ শত ২০ লিটার চোলাই মদ ও ১০টি ধারালো চাকু-চাপাতি উদ্ধার করা হয়েছে। অপর এলাকা অর্থাৎ আমিরাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ হাঁছির পাড়ায় অভিযান চালিয়ে ওই পাড়ার মৃত নুরুল কবির’র পুত্র আবদুর রশিদ প্রকাশ দুলা মিয়া (৫০) কে ৩ কেজি ৪ শত গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চাকু-চাপাতিসহ আটককৃতদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ প্রসঙ্গে থানার ডিউটি অফিসার শরীফ মুহাম্মদ ইকরামুল হক জানান, গাঁজা, মদ ও চাকু-চাপাতিসহ আটককৃত ২ জনের বিরুদ্ধে থানায় পৃথক ২ টি মামলা রুজুর বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করেন।