আজ শুক্রবার, ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শুটিংয়ে আপত্তিকর দৃশ্য নিয়ে অভিনেত্রী সায়ানী গুপ্তা’র অভিযোগ

editor
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ণ
শুটিংয়ে আপত্তিকর দৃশ্য নিয়ে অভিনেত্রী সায়ানী গুপ্তা’র অভিযোগ

Sharing is caring!

Manual4 Ad Code

 

বিনোদন ডেস্ক

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সায়ানী গুপ্তা। ২০১২ সালে সেকেন্ড ম্যারেজ ডটকম চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার। এরপর তিনি কয়েকটি ছবিতে অভিনয় করে খ্যাতি লাভ করেন।

ভারতীয় এক রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে বাঙালি এই অভিনেত্রী অভিযোগ করে বলেছেন, পরিচালক ‘কাট’ বলার পরও তার সঙ্গে চুমুর দৃশ্য চালিয়ে গেছেন অভিনেতা।

Manual6 Ad Code

সাক্ষাৎকারে সায়নী বলেন, আমি অন্তরঙ্গতা নিয়ে একটা বই লিখতে পারি। আমি ২০১৩ সালে ‘মার্গারিটা উইথ এ স্ট্র’ সিনেমায় এমন একজনের সঙ্গে কাজ করেছিলাম। ঘনিষ্ঠ দৃশ্যগুলো করা সবচেয়ে সহজ; কারণ এটা পুরোটাই প্রযুক্তিগতভাবে করা হয়। তবে এটা বলার পরও অনেক লোক সুবিধা নেয়।

Manual2 Ad Code

অভিনেত্রী বলেন, আমি নিজেও এমন পরিস্থিতিতে পড়েছি, যেখানে পরিচালক কাট বলার পরও এক অভিনেতা কিছুতেই চুমু খাওয়া থেকে নিজেকে বিরত করছিলেন না। অনেক সময় ছোট ছোট ক্ষেত্রে খুব সূক্ষ্মভাবে অশালীন আচরণের মুখোমুখি হতে হয়।

Manual7 Ad Code

ভারতের গোয়ায় একটি আউটডোর শুটের কথা মনে করে সায়নী বলেন, সেই শুটিংয়ে তাকে একটা ছোট পোশাকে সৈকতে শুয়ে থাকতে হয়েছিল। ওই সময় আমি খুব অস্বস্তি বোধ করছিলাম; কারণ আমার সামনে তখন প্রায় ৭০ জন দাঁড়িয়ে ছিল। এদিকে সেটে আমার পাশে তখন একজনও ছিল না, খুব বেশি স্টাফও ছিল না…। আমি বললাম, আমাকে শাল দিয়ে ঢেকে দেওয়ার জন্য সঙ্গে একজনকে দরকার।

Manual4 Ad Code

ভারতীয় এই অভিনেত্রী আরও বলেছেন, এমন অনেক ক্ষেত্রেই ঘটে, যখন কোনো অভিনেতার সুরক্ষার বিষয়টিও ভাবা উচিত। সব সময় যে অন্তরঙ্গ দৃশ্যই হতে হবে, এমনটাও নয়; কখনো কখনো আপনাকে নিজের সীমানার সঙ্গেও আপস করতে হয়। এই মানসিকতা বদলানো দরকার।

Manual1 Ad Code
Manual4 Ad Code