আজ রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে ‘সুলতানার স্বপ্ন’ শীর্ষক গ্রন্থপাঠ কর্মসূচি

editor
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৪, ০৩:২৩ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে ‘সুলতানার স্বপ্ন’ শীর্ষক গ্রন্থপাঠ কর্মসূচি

Sharing is caring!

টাইমস নিউজ 

মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে ‘সুলতানার স্বপ্ন’ শীর্ষক গ্রন্থপাঠ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে জাদুঘরের সেমিনার কক্ষে এই কর্মসূচির উদ্বোধন করেন জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও ডা. সারওয়ার আলী। অনুষ্ঠানে রাজধানী ও পার্শ্ববর্তী জেলাসমূহের বেসরকারি গ্রন্থাগার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচি পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন গ্রন্থাগার সংগঠক শাহনেওয়াজ, জহির উদ্দিন, এমদাদ হোসেন ভূঁইয়া, আনিসুল হোসেন তারেক, ফাহিমা কানিজ লাভা, নিশান প্রমুখ। সঞ্চালনা করেন জাদুঘরের কর্মসূচি ব্যবস্থাপক রফিকুল ইসলাম।

কর্মসূচিতে বেসরকারি গ্রন্থাগারের পাঠকরা (স্কুল-কলেজে অধ্যয়নরত) অংশগ্রহণ করতে পারবে। তাদেরকে ‘সুলতানার স্বপ্ন’ বইটি পড়ে সর্বোচ্চ ৫০০ শব্দের মধ্যে পাঠ প্রতিক্রিয়া লিখে জমা দিতে হবে। লেখার প্রতিপাদ্য, ‘আমার চোখে সুলতানার স্বপ্নের প্রাসঙ্গিকতা’। যাচাই-বাছাই শেষে মানোত্তীর্ণ লেখার জন্য পুরস্কার প্রদান করা হবে।

উল্লেখ্য, রোকেয়া সাখাওয়াত্ হোসেন প্রণীত নারীবাদী বৈজ্ঞানিক কল্পকাহিনী ‘সুলতানার স্বপ্ন’ বইটি সম্প্রতি ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল)-এর স্বীকৃতি অর্জন করেছে।