Sharing is caring!

এক ব্যাগ রক্ত মানে একটি জীবন বাঁচানো। এই মানবিক মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে এক বিশেষ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজিত হয় গত ১২ই সেপ্টেম্বর, ২০২৫ইং তারিখ, শুক্রবার ঐতিহ্যবাহী গবনর্মেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা প্রাঙনে।“ওল্ড ল্যাবরেটরিয়ানস এসোসিয়েশন (ওলসা)” এর সার্বিক পৃষ্ঠপোষকতায় স্কুলের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী তথা জন্মদিন উপলক্ষ্যে গত ১২ই সেপ্টেম্বর, ২০২৫ইং তারিখ, শুক্রবার, ওল্ড ল্যাবরেটরিয়ানস স্টুডেন্ট এসোসিয়েশন (ওলসা)’র ইজিএম ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান “আলো থেকে আলোয়” এর পাশাপাশি এই মানবিক কার্যক্রম পরিচালনা হয়। স্কুল প্রাঙ্গণে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে এই রক্তদান কর্মসূচি, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত হয়।যাতে স্বেচ্ছায় রক্তদান করেন প্রায় ২৭ জন ব্লাড ডোনার।
এই রক্তদান কর্মসূচির প্রধান ত্বক্তাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আহমেদ হুমায়ুন মোর্শেদ(ল্যাব’ ০১), যিনি ওলসা’র সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে কাজ করছেন। আহমেদ হুমায়ুন মোর্শেদের আরেকটি পরিচয় হলো, তিনি প্রতিষ্ঠাতা এবং সিইও, Accfintax। আহমেদ হুমায়ুন মোর্শেদের সুদক্ষ ব্যবস্থাপনায় যারা এই মানবিক আয়োজনটি সফল করতে সারাদিন কাজ করে গেছেন, তারা হলেন- পাভেল মাহমুদ প্রান্ত (ল্যাব’ ১৭
) সিয়াম আহমেদ পুলক (ল্যাব’ ১৭), আল মামুন, (ল্যাব’ ১৭), জুনায়েদ ওয়াসিফ সেজান (ল্যাব’ ১৭) ও ল্যাব’ ২৫ এর কয়েকজন।
সৈয়দ মোহাম্মাদ মাহমুদুল ইসলাম (তাশফী), স্টাফ রিপোর্টার