আজ মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা বিস্তারে বিশেষ সতর্কতায় শাহজালাল বিমানবন্দর

editor
প্রকাশিত জুন ৯, ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ণ
করোনা বিস্তারে বিশেষ সতর্কতায় শাহজালাল বিমানবন্দর

Oplus_16908288

Sharing is caring!

Manual5 Ad Code
সদরুল আইনঃ
পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এমন প্রেক্ষাপটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা।
সোমবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ। তিনি বলেন, “স্বাস্থ্য অধিদফতরের দেওয়া নির্দেশনা আমরা যথাযথভাবে অনুসরণ করছি।”
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল টিমের পাশাপাশি থার্মাল স্ক্যানার ব্যবহার করা হচ্ছে। ‘নন-টাচ’ পদ্ধতিতে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে।
এছাড়া টার্মিনালের স্পর্শকাতর স্থানগুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস মজুত রাখা হয়েছে।
সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিমানবন্দরে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা প্রচারও চলছে।
উল্লেখ্য, করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত ৪ জুন দেশের সব বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করে স্বাস্থ্য অধিদফতর।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই নির্দেশনার আলোকে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
Manual1 Ad Code
Manual6 Ad Code