আজ শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলা, জরুরি সভা ডেকেছে পিসিবি 

editor
প্রকাশিত মে ৮, ২০২৫, ০২:২৯ অপরাহ্ণ
রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলা, জরুরি সভা ডেকেছে পিসিবি 

Oplus_16908288

Sharing is caring!

আন্তর্জাতিক ডেস্ক:
কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে লাগাতার প্রত্যাঘাত চালিয়ে যাচ্ছে ভারত।
এরই মাঝে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে একটি ভারতীয় ড্রোন ভেঙে পড়েছে। এই ঘটনায় ২ জন আহত হয়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি নজরদারি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল বলে অনুমান করছে পুলিশ।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দেশটিতে অবস্থান করছেন দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। নাহিদ পেশোয়ার জালমি ও রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন।
তবে এখন পর্যন্ত ভালো আছেন এই দুই টাইগার ক্রিকেটার। বৃহস্পতিবার (৮ মে) রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুষ্ঠেয় পেশোয়ার জালমি বনাম করাচি কিংসের পিএসএল ২০২৫ ম্যাচ অনিশ্চিত হয়ে পড়েছে।
ড্রোন হামলার কারণে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আপাতত আর পিএসএলের কোনো ম্যাচ হচ্ছে না। শোনা যাচ্ছে, পিএসএলের বাকি সব ম্যাচ করাচি স্টেডিয়ামে হতে পারে। পিএসএল নিয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত থেকে বৃহস্পতিবার সকালে পাকিস্তানের বিভিন্ন শহরে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে।
যার অন্তত তিনটির লক্ষ্যবস্তু ছিল পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহর রাওয়ালপিন্ডি। পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তরও অবস্থিত এ শহরে।
ড্রোন ভেঙে পড়ায় স্টেডিয়ামের পাশের একটি রেস্তোরাঁ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। ড্রোনটি কোথা থেকে উড়েছিল এবং তাতে কোনো বিস্ফোরক বা নজরদারি সরঞ্জাম ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।