আজ সোমবার, ২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃটেনের কার্ডিফ ভিক্টোরিয়ানস স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত

editor
প্রকাশিত মে ২৫, ২০২৫, ০৬:২৯ অপরাহ্ণ
বৃটেনের কার্ডিফ ভিক্টোরিয়ানস স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত

Sharing is caring!

প্রবাসী প্রতিনিধি:
বৃটেনের কার্ডিফের জনপ্রিয় ক্রীড়া সংগঠন কার্ডিফ ভিক্টোরিয়ানস স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন ও ক্রেস্ট বিতরণী বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কেক কেটে ও মজাদার খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) স্থানীয় সময় দুপুর ১টায় সেলিব্রিটি ভ্যানুতে ক্লাবের ফাউন্ডার্স সেক্রেটারি ও ক্যাপ্টেন সাইফুল ইসলাম সিপু এবং ম্যানেজার জুবায়ের ইকবাল এর যৌথ পরিচালনায় পোগ্রামে প্রধান অতিথি ছিলেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলের কাউন্সিলার আলহাজ্ব আলী আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় ফাউন্ডার্স কনভেনার মোহাম্মদ মকিস মনসুর, সিনিয়র সাংবাদিক মোস্তফা সালেহ লিটন, জিল্লুল চৌধুরী, সৈয়দ কাহের, রাসেল রহমান, আতাউল চৌধুরী ব্রাইট, আহমেদ জাকু।
খেলাধূলা আমাদের শরীরচর্চা ও মানসিক বিকাশে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে উল্লেখ করে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু শারীরিকভাবে সুস্থ রাখে না; গড়ে তোলে আত্মবিশ্বাস ও অনন্য সেতু বন্ধন। তারা ভিক্টোরিয়ানস স্পোর্টিং ক্লাবের বিগতদিনের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে আগামী দিনের পথচলায় কমিউনিটির সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
ক্লাবের ফাউন্ডার্স সেক্রেটারি ও ক্যাপ্টেন সাইফুল ইসলাম সিপু তাঁর স্বাগত বক্তব্যে ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং নতুন জার্সির তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, এই জার্সি আমাদের দলের ঐক্য ও সংকল্পের প্রতীক। আমরা আশা করি, এই জার্সি গায়ে খেলোয়াড়রা মাঠে আরও ভালো পারফর্ম করবে এবং ক্লাবের জন্য সম্মান বয়ে আনবে।
এ বছর ক্লাবের ক্রিকেট টুনামেন্টে বেষ্ট অলরাউন্ডার এ.কে সিফার, বেষ্ট বৌলার ওয়েস ফারজান ও বেটসম্যান সেলিম আক্তার এর হাতে ক্রেষ্ট ও পুরুস্কার তুলে দেন অতিথিরা।