আজ রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধে রিট

editor
প্রকাশিত জুন ২২, ২০২৫, ০১:৪৩ অপরাহ্ণ
বাংলাদেশে ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধে রিট

রিপাবলিক বাংলা

Sharing is caring!

আদালত প্রতিবেদকঃ
বাংলাদেশে ভারতীয় বাংলা টিভি ‘রিপাবলিক বাংলা’র সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী।
রোববার (২২ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান।
রিটে বলা হয়, ভারতীয় এই চ্যানেলটি বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। এজন্য দ্রুত এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একইসঙ্গে একটি রুল জারিরও নির্দেশনা চাওয়া হয়।
এতে আরও বলা হয়, অপরাধমূলক ষড়যন্ত্র করে ‘চট্টগ্রামকে আলাদা’ করার চেষ্টাও করছে ভারতীয় চ্যানেলটি। এজন্য বিটিআরসির প্রতি এই নির্দেশনাও চাওয়া হয়।
তথ্য সচিব, টেলিকমিউনিকেশন সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসি সচিবসহ ছয়জনকে এই রুলের জবাব দিতে বলা হয়।