আজ বুধবার, ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের ছয় বিমানবন্দরে অতর্কিত হামলা, বিমান-হেলিকপ্টার ধ্বংস 

editor
প্রকাশিত জুন ২৩, ২০২৫, ০১:২৯ অপরাহ্ণ
ইরানের ছয় বিমানবন্দরে অতর্কিত হামলা, বিমান-হেলিকপ্টার ধ্বংস 

ইরানের ছয় বিমানবন্দরে অতর্কিত হামলা, বিমান-হেলিকপ্টার ধ্বংস 

Sharing is caring!

Manual1 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে ফের ব্যাপক হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইরানের কেন্দ্রে, পূর্বাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে অন্তত ছয়টি বিমানবন্দরে হামলা চালিয়েছে।
 সোমবার (২৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, দূর থেকে পরিচালিত ড্রোন ইরানের ১৫টি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করেছে। এক্সে পোস্টের সঙ্গে একটি ছবিও দিয়েছে ইসরায়েল। তাতে যেসব বিমানবন্দরে হামলা চালানো হয়েছে তার তালিকা রয়েছে।
এতে বলা হয়েছে, হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাঙ্কার, একটি জ্বালানি ভরানোর বিমান, এফ-১৪, এফ-৫ এবং এএইচ-১ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে ইসরায়েলের এই দাবি নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি ইরান।
বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, টানা ১১ দিনের মতো ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এরমধ্যে গত শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
Manual1 Ad Code
Manual8 Ad Code