আজ শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

editor
প্রকাশিত মে ১, ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ণ
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

Oplus_16908288

Sharing is caring!

Manual7 Ad Code
আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে দায়িত্ব পেলেন দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান।
প্রতিষ্ঠানটির বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক এই দায়িত্ব পেয়েছেন। এই পদে তিনি পাকিস্তানের দশম এনএসএ।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, সরকারিভাবে আইএসআই প্রধানকে এনএসএ হিসেবে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে দেশটির মন্ত্রিসভা বিভাগ।
এতে বলা হয়, জেনারেল অসিম মালিক তাঁর বর্তমান দায়িত্ব—আইএসআই মহাপরিচালক পদে বহাল থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। তিনি গত বছরের সেপ্টেম্বর থেকে আইএসআই প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। এর মাধ্যমে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো একজন কর্মরত আইএসআই প্রধান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও একযোগে পালন করবেন।
সাম্প্রতিক পেহেলগাম হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ পদে এই নিয়োগ দিল ইসলামাবাদ।
এর আগে ২০২২ সালের এপ্রিলে ইমরান খান সরকারের পতনের পর থেকে এনএসএ-এর পদটি শূন্য ছিল। সে সময় এনএসএ ছিলেন মঈদ ইউসুফ। এরপর থেকে এ পদে আর কাউকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়নি।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজন ফেডারেল মন্ত্রীর মর্যাদাসম্পন্ন কর্মকর্তা হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতি, কৌশলগত ও নিরাপত্তা ইস্যুতে প্রধান পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেন।
এনএসএ ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সচিবালয়ের আওতাধীন জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবেও কাজ করেন।
Manual1 Ad Code
Manual6 Ad Code