দেশ ও বিদেশ থেকে ছড়ানো ভুয়া তথ্য, গুজব ও ফেক নিউজ প্রতিরোধে জাতিসংঘের কার্যকর হস্তক্ষেপ চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২রা জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেসকোর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
ইউনেসকোর বাংলাদেশ প্রধান সুসান ভাইজ এবং ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড জার্নালিস্ট সেফটি বিভাগের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেনশেলাহের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইউনূস বলেন, “আমরা একটি বড় সমস্যার মুখোমুখি—ভুয়া তথ্যের অবিরাম বোমাবর্ষণ চলছে। এগুলো শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়, মূলধারার প্রচারমাধ্যম থেকেও ছড়াচ্ছে।”বিভাগের জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও বলা হবে।
মেহদি বেনশেলাহ বলেন, “সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং বিশেষভাবে নারী সাংবাদিকদের সুরক্ষা—এগুলো এখন বৈশ্বিক উদ্বেগের বিষয়। সরকারি সিদ্ধান্তগুলো এসব বিষয়ের ওপর বড় প্রভাব ফেলতে পারে।”
প্রতিবেদনটি ইউএনডিপির SIPS প্রকল্পের আওতায় এবং ইউনেসকোর গণমাধ্যম উন্নয়ন ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা ম্যান্ডেট অনুযায়ী তৈরি করা হয়েছে।