আজ বুধবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

না’ ভোটের বিধান রেখে আরপিও সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠাল ইসি

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫, ১২:২৫ অপরাহ্ণ
না’ ভোটের বিধান রেখে আরপিও সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠাল ইসি

Oplus_16908288

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক:
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধ রেখে অর্থাৎ একক প্রার্থীর আসনে ‘না’ ভোটের বিধান আনাসহ একগুচ্ছ সংশোধনী ভেটিং করে দেয়ার জন্য আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাল নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে এলে আরপিও সংশোধনের গেজেট প্রকাশ করা হবে।
মঙ্গলবার রাতে কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, আরপিও (সংশোধন) খসড়া অধ্যোদেশ ২০২৫ এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এর খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, মন্ত্রণালয়ে পাঠানোর জন্য আরপিও ও আচরণবিধি সংশোধনের অনুমোদন দিয়ে রেখেছে কমিশন।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ইতোমধ্যে জানিয়েছেন, ‘না’ ভোটের বিধান করা, আইনশৃঙ্খলা বাহিনীর সজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা, সম ভোটের ক্ষেত্রে লটারি প্রথা বাতিল, ভোটের ৪৫ দিন আগে প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসি অধীনস্ত করা।
নির্দেশনা না মানলে সরাসরি শাস্তির বিধান, হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও প্রার্থিতা বাতিলসহ একগুচ্ছ সংশোধনী আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আইন সংস্কার নিয়ে মাসখানেক ধরে দফায় দফায় পর্যালোচনা করে ইসি। এরপর আরপিও সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করে ইসি, যাতে বেশ কিছু পরিবর্তন আনা হয়।
আইন মন্ত্রণালয়ের ভেটিং হলে সরকারের অনুমোদনের জন্য তা উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন হবে। সেই ধাপ পেরিয়ে রাষ্ট্রপতি সংশোধনীর অধ্যাদেশ জারি করবে।
অপরদিকে মন্ত্রণালয়ের সায় পাওয়ার পর আচরণবিধি গেজেট আকারে প্রকাশ করবে ইসি